রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ১ম প্রান্তিক মূল্যায়ন-২৩ এর ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই (বুধবার) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু জাফর চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেনেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন বাচ্ছু,শিক্ষানুরাগী মুসলিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আহমদ হোসেন, বি জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন , বিশিষ্ট ব্যবসায়ী বদিউর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।