বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে বজ্রপাতে উত্তম চৌধুরী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে।
বুধবার (৮ মে) রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, গত সোমবার বিকেলে জমিতে ধান কাটতে যান উত্তম চৌধুরী। এসময় বজ্রপাত ও বৃষ্টিপাত হতে থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতে ঝলসে যান তিনি। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। দুইদিনের মাথায় তিনি মারা যায়।
সিএসপি/বিআরসি