বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতর সারোয়াতলীতে গলায় খাবার আটকে আরহাম নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু আরহাম ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগর খন্দকার বাড়ির আলী আকবরের ছেলে।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে জেলিবন খাওয়ার সময় গলায় আটকে গিয়ে আরহামের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বাবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা জয় দাশ জানান, সোমবার রাতে মুমূর্ষু অবস্থায় এক শিশুকে হাসপাতালে এনেছিল স্বজনরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক।
ওই সময় স্বজনরা জানিয়েছেন, জেলি বন খাওয়ার সময় শিশুটির গলায় আটকে গেছে। এরপর এ্যাম্বুলেন্স যোগে চমেক হাসপাতালের নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
সিএসপি/বিআরসি