বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরচালিত ভ্যানগাড়ি উল্টে আহত কিশোর সিরাজ উদ্দিন ফরহানের (১৭) মৃত্যু হয়েছে।
নিহত ফরহান উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (১৫ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক মো. মোবারক হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লারচর শোকর আলী শাহ মাজার গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ি সড়ক থেকে বিলে ছিটকে পড়ে ফরহানসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয়রা জানান, ফরহান পড়াশোনার পাশাপাশি গাড়ির হেলপার হিসেবে কাজ করত। ঘটনার দিন সে গাড়ি চালাচ্ছিল। এ সময় সড়কে এক শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
সিএসপি/বিআরসি