বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে উপজেলা নির্বাচন চলাকালীন একটি কেন্দ্র থেকে ছুরিসহ রেজাউল করিম সাইফু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) সকালে চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
রেজাউল উপজেলার কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, পুলিশ ছুরিসহ রেজাউল করিম সাইফু নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রেজাউলকে নিয়মিত মামলা দেয়ার জন্য বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়েছে।
চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিপন চৌধুরী বলেন, ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিএসপি/বিআরসি