বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে ১১০ লিটার চোলাইমদসহ একটি ট্যাক্সি জব্দ করেছে পুলিশ। এ সময় মো. নুরুল ইসলাম (৪২) নামে এক মদ ব্যবসায়ীকেও আটক করা হয়।
মঙ্গলবার (২৫ জুন) রাত ৯টায় ইউনিয়নের দাশের দীঘি-বেঙ্গুরা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ট্যাক্সিটি আটক করা হয়।
আটক নুরুল ইসলাম পূর্ব খিতাপচর হাসনাপাড়ার মৃত আবদুল বারেকের ছেলে।
এরআগে সোমবার ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১শত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. ইলিয়াস (৩৮) নামের একজনকে আটক করা হয়। আটক ইলিয়াস মধ্যম করলডেঙ্গা মোখলেছ মিয়ার বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন সিএসপি নিউজকে বলেন, মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিএসপি/বিআরসি