Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে লোহাগাড়ায় দোয়া মাহফিল

লোহাগাড়া প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর মছদিয়ায় বিশেষ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৪ আগষ্ট বুধবার সকালে মছদিয়া কবরস্থান ব্যবস্থাপনা ও সমাজ কমিটি এ আয়োজন করেন। দোয়া মাহফিলে খোরশেদ আলমের সঞ্চালনায় মো: মফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মাহমুদুল হক বাবুল।

দোয়া মাহফিলে ছাত্র প্রতিনিধি মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ আনান বক্তব্য রাখেন।

বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে মছদিয়া কবরস্থানে সকলে জেয়ারত করেন। জেয়ারত শেষে প্রায় ৫ হাজার মানুষের মাঝে তবোরুক বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি মাহমুদুল হক বাবুল বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া, মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। এ ছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ