Logo
শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

বুদ্ধিজীবী হত্যায় সম্পৃক্তদের পরিচয় উন্মোচনের দাবি

সি.এস.পি নিউজ: বুদ্ধিজীবী হত্যায় সম্পৃক্তদের পরিচয় উন্মোচনে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ‘অন্তর্বতী কমিটি’ এর সদস্য সচিব জাহিদুল করিম কচি। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

প্রেসক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ‘অন্তর্র্বতী কমিটি’র সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মো. শহিদুল ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ