লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন বাবুল (৪০)কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিয়া উদ্দিন বাবুল লোহাগাড়া জঙ্গল পদুয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, গত ৫ আগস্টের আগে লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, গুলি বর্ষণ করে হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক,ভয়ভীতি প্রদর্শনের ঘটনার থানা ২টি ও আদালতে ১টি সহ মোট তিনটি পৃথক মামলার এজেহার নামীয় আসামী।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্প্রতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।