লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় জিয়াবুল হোসেন (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ( ১৬ নভেম্বর ) বিকাল ৪ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নিয়াজ পন্ডিত পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিয়াজ পন্ডিত পাড়ার মৃত আব্দুল হাকিম পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আরিফুর রহমান চট্টগ্রাম সংবাদ প্রতিদিনকে জানান, গ্রেফতারকৃত জিয়াবুল বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার ৮২নম্বর আসামি।
পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আগামীকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।