রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
শিক্ষায় সকল বৈষম্য দূর হোক, টেকসই শান্তির জন্য শিক্ষা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় র্যালি শেষে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
বাংলাদেশ জেনারেল চিটার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আবু তাহের, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
অধ্যাপক মোঃ আহসান হাবীব, অধ্যাপক মোঃ অলি উল্যাহ`র যৌথ সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ জেনারেল চিটার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহসিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবু বক্কর,লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আবদু শুক্কুর।সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।