Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনন্য অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার মধ্যে চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

১৯ অক্টোবর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

জানা যায়, ইউএনও হিসেবে শরীফ উল্যাহ লোহাগাড়ায় ২০২২ সালের ১২ মে যোগদান করেন। এরপর থেকে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে তার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়ন দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। ইংরেজি ভোকাবুলারি মজবুত করতে তার ব্যতিক্রমী কার্যক্রম ‘এভরিডে থ্রি ওয়ার্ড’ ও ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ থেকে এবং বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত প্রশ্নও করে থাকেন। সেখানে সঠিক উত্তর দাতা বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন উইনার্স ব্যাগ। মফস্বল এলাকায় ঝিমিয়ে পড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মশাল প্রজ্বলিত করতে ইউএনও শরীফ উল্যাহ’র এই ভূমিকা অনেক প্রশংসনীয়। শিক্ষার্থীরা ইউএনও`র লাল গাড়ি দেখলেই উচ্ছ্বসিত হন। কোমলমতি শিক্ষার্থীরা মনে করেন, ইউএনও তাদের জন্য কিছু নিয়ে এসেছেন, ক্লাস নিবেন। কর্মদক্ষতায় প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শরীফ উল্যাহকে মনোনীত করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ তার অনুভূতি ব্যক্ত করতে জানান, নিঃসন্দেহে এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অর্জন এবং অনেক বেশি ভালো লাগার বিষয়।
এর মাধ্যমে আমার কাজের ইচ্ছা ও আগ্রহ আরও অনেক গুণে বৃদ্ধি পাবে। এ অর্জনটুকু লোহাগাড়াবাসী ও এই কাজের সাথে সম্পৃক্ত আমার সকল সহযোগীকে উৎসর্গ করছি। লোহাগাড়াবাসীর মানুষের আন্তরিকতার কারণে আমি এ পর্যায়ে আসতে পেরেছি। লোহাগাড়ায় দিন দিন শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। আমাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা, চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট
কমিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও উপজেলা শিক্ষা অফিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ চট্টগ্রামের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ