চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জুন) উপেজেলার গাজির দীঘি এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির লক্ষীছড়ি থানার রান্যামা ছড়া এলাকার সুশীল চাকমার ছেলে অভি চাকমা বিজয় (১৯) এবং একই থানার মেম্বরপাড়া এলাকার সাধন রঞ্জন চাকমার ছেলে কৃতি বিকাশ চাকমা (২৪)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আসামিরা আগ্নেয়াস্ত্র বহনের জন্য বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তারা এসব অস্ত্র দিয়ে দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এছাড়া বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা দিতে এসব অস্ত্র ব্যবহার করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।