Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিত্তবানরা দুস্থদের যথাযথ হক আদায় করলে এদেশে গরিব থাকবে না

বিত্তবান, দুস্থ,আদায়, গরিব

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আমাদের বিত্তশালীরা যদি দুস্থদের যথাযথ হক আদায় করতেন, তাহলে এদেশে গরিবের স্থান হতো যাদুঘরে।

যাকাতভিত্তিক অর্থনীতির কারণে ইসলামের স্বর্ণযুগে গরিব পাওয়া যেত না। তেমনি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে গরিব থাকবে না। সকল নাগরিককে সমমর্যাদায় অধিষ্ঠিত করে রাষ্ট্র এগিয়ে যাবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ৮নং শুলকবহর ওয়ার্ডে দুস্থদের রমজানের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড জামায়াতের আমীর তৌহিদ আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

ওয়ার্ড সেক্রেটারি মো. শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এবিএম ইমরান, জাহাঙ্গীর আলম, ইকবাল ভূঁইয়া প্রমুখ।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আরও বলেন, পবিত্র রমজান মাসে গরিব প্রতিবেশীদের সাথে ইফতার ও সেহেরি ভাগ করে খাওয়া উচিত।

মনে রাখতে হবে, আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় ঘুমাতে গেলে কিয়ামতের ময়দানে আপনিই সবার আগে ধরা খাবেন। তিনি পবিত্র রমজানে বেশি বেশি দান করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ