রায়হান সিকদার,লোহাগাড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের তাজ মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
কর্মী সভায় লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোরশেদ আলম সিকদার এর সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদ্য সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র কারানির্যাতিত সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সি: যুগ্ম আহবায়ক এডভোকেট আবু তাহের, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, যুগ্ম আহবায়ক নুরুল আবছার , সাবেক উপজেলা যুবদলের সি: সহ-সভাপতি জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নাছির উদ্দীন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহাবুদ্দিন, পুটিবিলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুল আলম জিকু, কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক খোরশেদ আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সি: যুগ্ম আহবায়ক বাহাদুর কোম্পানী, লোহাগাড়া উপজেলার ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদল নেতা মো: নাজিম উদ্দীন, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল আলম প্রকাশ শহিদ ফকির, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুবারক হোসেন বাবু, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন বাচ্চু, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ আহমেদ ডিয়ার,পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার চৌধুরী ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সি: সদস্য ও লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন, মোস্তাফিজুর রহমান কলেজের সাবেক সভাপতি ইকবাল হোসেন, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফোরকানুল হক, লোহাগাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক উদ্দীন চৌধুরী ইভু, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটি সদস্য দিদারুল আলম, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, লোহাগাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর আজিজ আকাশ, উপজেলা যুবদল নেতা তারেকুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, যুবদল নেতা জহির উদ্দিন,পদুয়া ইউনিয়ন যুবদল নেতা শহিদুল্লাহ মো: সাগর।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবনেতা গিয়াস উদ্দিন, মহিউদ্দিন, মামুন, শিহাব, শওকত, উপজেলা ছাত্রদল নেতা সায়েমুল ইসলাম সিয়াম, মোস্তাফিজুর রহমান কলেজের ছাত্রদল নেতা নাহিদ, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নূর আহমদ টিপু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর, ৯নং ওয়ার্ড বিএনপির নেতা জাফর, ৭নং ওয়ার্ড বিএনপির নেতা সারওয়ার আকতার।
প্রধান অতিথির বক্তব্যে আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রূপরেখাটি মানুষের মাঝে তুলে ধরতে অগ্রাধিকার ভিত্তিতে ৩১ দফা নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। এই ৩১ দফা হচ্ছে—দেশ ও জনগণকে নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর মানুষের জন্য কী কী করবে, সেটার একটি দলিল। দলের ২৭ দফা রূপরেখাকে সম্প্রসারিত করে ৩১ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি, যেটাকে তখন বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি বলা হয়েছিল।তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে। কিছু বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। আজ থেকে প্রায় দুই বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো আর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো ৩১ দফা কর্মসূচি দিয়েছিল।