মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা

বিএনপির নেতাকর্মীরা লোহাগাড়াকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবেঃ নাজমুল মোস্তফা আমিন

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, লোহাগাড়া উপজেলা হবে শান্তির জনপদ। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজের ঠাঁই লোহাগাড়ার মাটিতে হবে না। সকল ধরনের অপরাধ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নেতাকর্মীরা লোহাগাড়াকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবে।

লোহাগাড়া সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখার উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রকাঠামোকে স্বৈরশাসক ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই রাষ্ট্র মেরামত ও পুনর্গঠন সম্ভব।

গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নজমুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাশেম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, বড়হাতিয়া ইউপি সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী,লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়াইবুল ইসলামসহ লোহাগাড়া উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ