সিএসপি ডেস্ক:
নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং’র ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ হোসেন (৩০), মো. সাগর (২৪), মো. সুমন (৩০) ও মো. কামরুল (২৪) ।
সোমবার (১৮ মার্চ) র্যাব জানায়, কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা খবর পায়।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ১৭ মার্চ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নগরের বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।
জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।
র্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
সিএসপি/বিআরসি