Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

বায়েজিদ বোস্তামী থেকে কিশোর গ্যাং’র  ৪ সদস্য গ্রেপ্তার

সিএসপি ডেস্ক:

নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং’র  ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ হোসেন (৩০), মো. সাগর (২৪),  মো. সুমন (৩০) ও  মো. কামরুল (২৪) ।

সোমবার (১৮ মার্চ) র‌্যাব জানায়, কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা খবর পায়।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ১৭ মার্চ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নগরের বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায়  চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।

র‌্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ