সিএসপি ডেস্ক:
নগরের বায়েজিদ বোস্তামী থেকে অভিযান চালিয়ে নুরুল আমিন বাপ্পু (২৯) ও মো. জুয়েল মিয়া (২৬) নামে দুই যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৯ মার্চ) রাতে আরেফিন নগর এলাকার পাকা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
আটক আমিন বাপ্পু রাউজানের পলোয়ান পাড়ার নুরুচ্ছফার ছেলে এবং জুয়েল সুনামগঞ্জের ছাতক থানার কুমারদানি গ্রামের আয়না মিয়ার ছেলে।
র্যাব জানায়, আরেফিন নগেরের পাকা রাস্তার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নুরুল আমিন বাপ্পুর কোমড় থেকে একটি এসবিবিএল বন্দুক উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
র্যাব আরও জানায়, আটক আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি