নিজস্ব প্রতিবেদক:
নগরের বায়েজিদ বোস্তামীতে একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে আহাম্মদ ছাফা প্রকাশ আমু (৫৭) ও মঞ্জুর আলম (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মীরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহাম্মদ ছাফা কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহার মৃত আব্দুল গফুরের ছেলে ও মঞ্জুর আলম রামুর সাং-গোয়ালিয়া পালং-এর মৃত আজিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, বায়েজিদের মীরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে আহাম্মদ ছাফা প্রকাশ আমু ও মঞ্জুর আলমকে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপাতার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা অবস্থা ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে। পরে তা মহানগর এবং জেলার বিভিন্ন মাদকব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
উল্লেখ্য যে, মহানগরের বিভিন্ন থানায় পাঁচ মামলার আসামি।
গ্রেপ্তারকৃতদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সিএসপি/বিআরসি