নিজস্ব প্রতিবেদক:
নগরের বায়েজিদ থানা এলাকায় আলোচিত ১২ বছরের শিশু আজিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি আক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে দীর্ঘ ৮ বছর পর গহিরা থেকে আটক করে।
গ্রেপ্তার রনি আক্তার ফটিকছড়ির হাইদকিয়া এলাকার রিপন মিয়ার স্ত্রী।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সিএসপি নিউজকে বলেন, হত্যার বিষয়ে ভিকটিমের পরিবার বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি রনি আক্তারের বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।
আদালত পুলিশ প্রদিবেদন এবং মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রনি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৮ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি