নিজস্ব প্রতিবেদক:
নগরের বায়েজিদ বোস্তামীতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ‘মামা গ্রুপ’ নামের কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ সাতজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৩ এপ্রিল) রাতে নাসিরাবাদ শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মামা গ্রুপের প্রধান মো. সিফাত হোসেন (২৬), পিতা-মো. মোতালেব, ২। মো. কামরুল ইসলাম (৩৪), পিতা-মৃত ফজলুর রহমান, ৩। মো. মনির হোসেন (৩৭), পিতা-মৃত ইলিয়াস হোসেন, ৪। মো. সোহেল (২৫), পিতা-রুহুল আমিন, ৫। মো. মনির হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল মান্নান, ৬। মো. কাওসার (২৩), পিতা-মনির হোসেন এবং ৭। মো. লালু প্রকাশ সোহেল (২০), পিতা-মো. ছাব্বির।
এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপছুরি এবং দুটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মামা গ্রুপ নামক এই কিশোর গ্যাংয়ের সদস্যরা নাসিরাবাদ শিল্প এলাকা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নাসিরাবাদ শিল্প এলাকা থেকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, মামা গ্রুপ নামক কিশোর গ্যাংয়ের হয়ে দীর্ঘদিন ধরে মহানগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি করে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাসিরাবাদ শিল্প এলাকায় একত্রিত হয়েছিল।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
সিএসপি/বিআরসি