বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীর বাহারচড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সিএনজি অটোরিকশা প্রতীক নিয়ে রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি ৩ হাজার ৬ শত ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫ শত ৩৬ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
এছাড়া এম বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম টেবিল ফ্যান প্রতীকে ১ হাজার ৮ শত ৭৯ ভোট, মায়মুনুর রশিদ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ১ শত ৯৭ ভোট, মো. জসিম উদ্দিন খোকন আনসার প্রতীকে ৩হাজার ১ শত ৩৮ ভোট, নাছির উদ্দীন খান ঢোল প্রতীকে ৬ শত ৬ ভোট, সাদুর রশিদ চৌধুরী চশমা প্রতীকে ২ হাজার ৪শত ৫৯ ভোট পেয়েছেন।
সিএসপি/বিআরসি