লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান-২৪ এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির লোহাগাড়া শহর আদর্শ থানা শাখা।
১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে কলেজের হল রুমে বাংলাদেশ ছাত্রশিবির লোহাগাড়া শহর আদর্শ থানা শাখার সভাপতি বেলাল উদ্দীনফারুকীর সভাপতিত্বে একরামুল হাসান জিহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল মাসুম।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির দক্ষিণ জেলার সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বটতলী শহর শাখারর আমীর অধ্যাপক ডাঃ জালাল আহমেদ,
চট্টগ্রাম জেলা দক্ষিণের সেক্রেটারি ডি.এম আসহাব উদ্দীন, বার আউলিয়া ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস অধ্যাপক মুহাম্মদ সরওয়ার কামাল, সাবেক ছাত্রনেতা এম. সাইফুর রহমান, যুব সংগঠক মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরী, আমানুল হক, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা আনম শোয়াইব,শাহজাদা মোঃ জুবাইর, সালাহ উদ্দিন হিরু, কুতুবসহ অন্যান্যরা।