সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মিনি বাসের ধাক্কায় নয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার সময় ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কয়েকজন হচ্ছে- মো. দেলোয়ার (৪০), মো. সুমন (৩৫), বিলকিস আক্তার (৩২), সামিয়া আকতার (২১) ও মো. করিম (৩২)। বাকীদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সীতাকুণ্ড-অলংকার রোডে চলাচলকারী ১৭নং মিনিবাস চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে যাওয়ার সময় ফুলতলা এলাকায় মহাসড়কে একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক-হেলপারসহ গাড়িতে থাকা নারীসহ নয়যাত্রী আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে গাড়ির হেলপারসহ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সিএসপি নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সিএসপি/বিআরসি