নিজস্ব প্রতিবেদক:
নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মো. জুবাইদুল হক লিটন নামে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার (২১ জুন) বিকালে পাঁচলাইশ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামরি লিটনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়রা-একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সিএসপি নিউজকে জানান, গ্রেপ্তার লিটনের নামে একটি সিআর সাজা এবং তিনটি সিআর ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিএসপি/বিআরসি