নিজস্ব প্রতিবেদক
নগরের বায়েজিদ বোস্তামী থানার কলাবাগান এলাকায় দেয়াল ধসে জেসমিন আক্তার নামে এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নারী একই এলাকার খলিল মিয়ার মেয়ে।
রোববার (৩০ জুন) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সিএসপি নিউজকে বলেন, সকাল সোয়া ৮টায় চন্দ্রনগর কলাবাগান এলাকায় দেয়াল ধসে এক নারী পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সিএসপি/বিআরসি