বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে অভিযান চালিয়ে কেএনএফের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) যৌথ বাহিনীর অভিযানে থানচি ও বান্দরবানের রেইলা চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কেএনএফের সদস্যরা হলো, ভানন্নূন ময় বম, জেমেনিউ বম ও আমে লানচেও বম। এদের বাড়ি রুমা উপজেলার সিমত্লাংপি পাড়ায়।
এছাড়া গ্রেপ্তার গাড়ির চালক মো. কফিল উদ্দিন সাগর (২৮)। তার বাড়ি টিএনটি পাড়া থানচি।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন সিএসপি নিউজকে জানান, সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানের তিনটি উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানে কেএনএফের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় এক গাড়িচালককেও গ্রেপ্তার করা হয়েছে। ওই চালক থানচিতে ব্যাংক ডাকাতির সময় ব্যবহার হয়েছিল।
সিএসপি/বিআরসি