নিজস্ব প্রতিবেদক:
নগরের বাকলিয়ার মধ্যম চাক্তাই চাউলপট্টি এলাকা থেকে ভারতীয় চিনিসহ মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় একটি লরিও জব্দ করা হয়।
শনিবার (২০ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। আটক বোরহান পটিয়ার আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।
র্যাব জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে এমন খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব ব্যবসায়ী বোরহান আলমদারকে আটক করে।
আটকের পর আসামির স্বীকারোক্তি অনুযায়ী একটি লরির ভিতর থেকে ৫ শত বস্তা (২৫ মেট্রিকটন) ভারতীয় চিনি আটক করা হয়। একই সঙ্গে চিনি পরিবহণে ব্যবহৃত একটি লরিও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটক আসামিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
আটক আসামি এবং জব্দকৃত চিনি নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
সিএসপি/বিআরসি