নিজস্ব প্রতিবেদক:
নগরের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ সুমন দাশ (৩৮) ও সায়েদ ইশতিয়াক আহমদ (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (২৩ জুন) রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার শাহ আমানত সেতু সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে অভিযান চালিয়ে একটি TVS WEGO 110 মডেল স্কুটির সিটের নিচে বিশেষভাবে রাখা ছয় হাজার পিস ইয়াবা আটক করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।
নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সিএসপি/বিআরসি