সিএসপি নিউজ: বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজনে দুই দিনব্যাপী ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সেমিনার, ক্যাম্পিং, পিকনিক, সম্মাননা ও আলোচনা সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ জানুয়ারি কক্সবাজার কলাতলীস্থ ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক ফাইটার কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফাইটার কারাতে এসোসিয়েশনর সাধারণ সম্পাদক মাসুম পারভেজ রুবেল। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক পরিষদ কেন্দ্রীয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক পরিষদের সভাপতি সিহান প্রফেসর অজয় দে। মহান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হানশি নাজমুল মোর্শেদ।
উদ্বোধকের বক্তব্যে ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, মার্শাল আর্ট একটি গুরুমুখী বিদ্যা। এবিদ্যার সাধনা ছাড়া কোনো বিকল্প নেই। নিজেকে রক্ষার্থে আত্নরক্ষার কৌশল মার্শাল আর্ট’কে ধরে রাখতে হলে এভাবে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। আজ আমার খুব আনন্দ লাগছে, তোমরা যে ভাবে সেমিনার ও ক্যাম্পিংয়ের আয়োজন করে মার্শাল আর্টকে প্রাধান্য দিচ্ছো তা সত্যি গর্বের ব্যাপার। আমি চাই মার্শাল আর্ট বাংলাদেশের প্রতিটি অঞ্চলে একটি অধ্যায় হয়ে মানুষের হৃদয়ে ধারণ থাকুক।
প্রধান অতিথি মাসুম পারভেজ রুবেল বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে মার্শাল আর্টের প্রচলন রয়েছে। সে দিক থেকে আমাদের দেশও পিছিয়ে নেই। মার্শাল আর্ট খালি হাতে প্রশিক্ষণের মাধ্যমে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার কৌশল এবং প্রতিযোগিতা মূলক আন্তর্জাতিক ভাবে একটা খেলাও বটে। তবে আমি মনে করি বর্তমানে এ প্রশিক্ষণ নারীদের ক্ষেত্রে দুস্কৃতিকারী, ছিনতাই ও বকাটেদের হাত থেকে নিজেকে রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। তাই আমরা যারা মার্শাল আর্ট চর্চা করি, তাদের অনুরোধ করবো তারা যেন বুকের মধ্যে হিংসা লোভ এসব ধারণ না করে মার্শাল আর্টকে পবিত্রতার সাথে বুকে ধারণ করবেন।***** চট্টগ্রাম শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক গাজী ইউনুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিহান ডাঃ মোঃ শফি, ডি এম রোস্তম, সিহান মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রুপন ধর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি এ্যাড. মোঃ মহসিন ও সাইফুল ইসলাম হিরো।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুল হান্নান কাজল, বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সেনসি মোঃ আলী আকবর, নির্বাহী সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, এলডিন ডিকস্টা, নতথেল প্রিন্স,ইবনে সাঈদ জনি, শিবু শীল,ফখরুল ইসলাম বিটু,মোঃ ইসহাক, নুরুল আলম, মনিরুল রহমান, গঙ্গা রোহান ও ওবায়দুল হাকিম সাগর। আলোচনা শেষে শিক্ষক, ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।