রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।২৩সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকাস্থ সাভার মডেল মসজিদের হলে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার সম্মতিক্রমে ঢাকা সাভার মডেল মসজিদের খতিব মাওলানা মারুফ বিল্লাহকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।তিনি মুঠোফোনে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে ঢাকার সাভার মডেল মসজিদে স্বত্বঃস্পুর্তভাবে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সবার সম্মলিত প্রয়াসের মাধ্যমে আমাকে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত করায় মহান আল্লাহ রাব্বুল আলেমিনের দরবারে শোকরিয়া জানাচ্ছি এবং সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসেবে লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুরকে নির্বাচিত করায় লোহাগাড়ার সকল মসজিদের খতিব ও ইমামগণ তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।