রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন গত ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলনের কাউন্সিলর অধিবেশনে সারাদেশের কাউন্সিলদের অনুমতি নিয়ে দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিনকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক করা হয় এবং
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াকে নির্বাচিত করা হয়েছে।
এদিকে, আমিনুল ইসলাম আমিন ও ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।