বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীতে মুরগিবহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেছে। এসময় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৯ মার্চ) আনুমানিক সকাল ৮ টায় উপজেলার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালেয় দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
মিনিট্রাক ড্রাইভারসহ গুরুতর আহত হওয়া দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
স্থানীয় গিয়াস উদ্দিন জানান, সকাল আনুমানিক ৮ টার সময় উত্তর দিক থেকে মুরগি নিয়ে গাড়িটি চাম্বলের দিকে যাওয়ার পথে উদ্দীপন অফিসস্থ আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের পশ্চিম পাশে পুকুরে পড়ে যায়। এতে গাড়ির ড্রাইভারসহ দুইজন গুরুতর আহত হয় এবং গাড়িতে থাকা সব মুরগি মরে যায়।
দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি চাম্বল ইউনিয়নের শাহাদাতের আনোয়ার পোল্ট্রি ফার্মের মুরগি বহনকৃত গাড়ি বলে জানান। আহতদের নাম জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। পরে গাড়ি মালিক শাহাদাতের ব্যবহারকৃত মোবাইল নম্বরটি দিলেও ফোন নম্বরটি বন্ধ থাকায় আহতদের নাম জানা যায়নি।
সিএসপি/বিআরসি