Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

বাঁশখালীতে বন্য হাতি হত্যার অভিযোগে থানায় মামলা,আসামি ২০

চট্টগ্রামের বাঁশখালীর জলদী রেঞ্জে বন্য হাতি হত্যার পর দাঁত ও নখ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন বনবিভাগ।

গতকাল রাতে জলদী রেঞ্জের চেচুরিয়া বিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। এতে ২০ জনকে আসামি করা হয়। তার মধ্যে দুজনের নাম উল্লেখ থাকলেও বাকি ১৮ জন অজ্ঞাত।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২–এর ৩৬ (১)(২) ধারায় বাঁশখালী থানায় দায়ের করা মামলায় যে দুজনের নাম উল্লেখ রয়েছে তারা হলেন-উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ পূর্ব চেচুরিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে সরোয়ার হোসেন (৪৮) ও একই এলাকার বাসিন্দা মো. জাফর (৫২)।

মামলায় উল্লেখ করা হয়, হাতিটিকে হত্যা করে আনুমানিক ৪০ লাখ টাকা ক্ষতিসাধন করা হয়েছে।

মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

এদিকে মৃত হাতিটি উদ্ধারের পর বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর পরামর্শে মাটি চাপা দেওয়া হয়েছে বলে বনবিভাগ সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ