বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের মেয়ে। তার বাবা ওএসএল ফার্মা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার।
স্থানীয়রা জানায়, সকালে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ছোট্ট রোমাইসা। হঠাৎ খোঁজ নিয়ে দেখা যায়, পুকুরে ভাসছে সে। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি