Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১

চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আদিব নামে ২৩ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নস্থ চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়।

আটককৃত আদিব ওই এলাকার গাজী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

বাঁশখালী থানা পুলিশ জানায়, বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য শিক্ষার্থীরা আর্থিক লেনদেন করছেন।

এমন সংবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এক পর্যায়ে এনএসআই আদিব নামে ওই চক্রের এক সদস্যের সন্ধান পায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের নেতৃত্বে মধ্যরাতে অভিযানে যায় বাঁশখালী থানা পুলিশের টিম।

এসময় আদিব নামে এক তরুণকে আটক করে অভিযানিক টিম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান বাঁশখালী থানার ডিউটি অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ