বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর কালীপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আমিন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত আমিন উপজেলার কালীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মধ্যম গুনাগরী এলাকার ফোরকানের বাবা বলে জানা গেছে।
বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে নিজ বাড়ি থেকে নাতিনকে নিয়ে চাম্বল আত্মীয় বাড়ি যাওয়ার পথে গুনাগরী খাসমহল আসলে হঠাৎ অজ্ঞান হয়ে যায় বৃদ্ধ। এসময় সিএনজি অটোরিকশার ড্রাইভার মো. আমিনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন। পরে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি