বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে আগুনে পুড়ে গেছে চার দোকান।
বুধবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে রিদোয়ানের মুদির দোকান, আব্দুল মান্নানের চায়ের দোকান, রুহুল আমিনের ফলের দোকান ও অর্পণ সুশীলের সেলুন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ১২টার দিকে জানতে পারি আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম, আগুন দাউ দাউ করে জ্বলছে। এতে অন্তত ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. আজাদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
সিএসপি/বিআরসি