নিজস্ব প্রতিবেদক:
নগরের বহদ্দারহাটের রাস্তার আইল্যন্ড থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় রাস্তার পাশে নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
চান্দগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সিএসপি নিউজকে বলেন, কে বা কারা ওই নবজাতকের লাশটি ফেলে গেছে তা এখনও জানা যায়নি। তবে আমরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়েছি।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি জানা যাবে।
সিএসপি/বিআরসি