লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরার দোকান এলাকায় গাছের ডালে গলায় লুঙ্গি পেঁছিয়ে জাবেদ (২৩) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
২ নভেম্বর ভোরে এ ঘটনাটি ঘটেছে। নিহত জাবেদ চরম্বা নুরার দোকান এলাকার সুলতানের পুত্র এবং তার নিজ বাড়ি মিয়ানমারে।
নিহতের শ্বাশুড়ি খুরশিদা জানান,আমার মেয়ে গত আড়াইমাস পুর্বে জাবেদ এর বিবাহ হয়। জাবেদের সাথে আমরা অনেকদিন ধরে নুরার দোকান এলাকায় বসবাস করে আসছি।আমার মেয়ে জামাই বান্দরবানে একটি প্রজেক্টের কর্মচারি। প্রতিদিনের ন্যায় তিনি বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনে গাছের ডালে গলায় লুঙ্গি পেঁছানো অবস্থায় দেখতে পেলে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশকে অবহিত করি।
খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশ জাবেদ নামে এক যুবক আত্মহত্যার বিষয়টি অবগত করলে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার,করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।