রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্দেশেনায় এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম জাভেদ করিমের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাঙ্গর খালের পাড়ের ভাঙ্গন মেরামতের কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব।
৫ অক্টোবর দুপুরে তিনি এ ভাঙ্গন মেরামতের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব হাঙ্গর খাল পাড়ের বিভিন্ন স্থানের মেরামতের কাজ তদারকি করেন এবং ঠিকাদারকে দ্রুত সময়ে কাজ শেষ করার ব্যপারে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ধোয়াপাড়াস্থ ক্ষতিগ্রস্ত হাঙ্গর খালের পাড় ঘুরে দেখেন এবং অতিদ্রুত পাড় মেরামতের ব্যাপারে এলাকাবাসীকে আস্বস্ত করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো: আতিকুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ,পানি উন্নয়ন বোর্ডের অন্যান্যা কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।