Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

বন্যহাতি(বাচ্চা-মা) সহ লোহাগাড়ায় খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতি। বুধবার(১০ জানুয়ারি) সকাল ৮টায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া এলাকায় বন্যহাতি মা-ছেলে দেখতে পান স্থানীয়রা।জানা যায়,মা বাচ্চাসহ ২টি বন্যহাতি অবস্থান নেয়। বনাঞ্চল থেকে এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। তবে কৃষকসহ সাধারণ মানুষের কোনো প্রকার ক্ষতিসাধন করেনি। সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সেখানে অবস্থান নেয় মা-ছেলে।এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্যহাতি দুটি ওই স্থানে অবস্থান করে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, ডলুবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম,ফরেস্টার মোঃ আবু সৈয়দসহ বনকর্মীরা।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া এলাকায় বাচ্চা ও মাসহ ২টি বন্যহাতি সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবস্থান করে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতি বছর এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। এলাকার কোন ধরণের ক্ষতিসাধন করেননি। নিরাপদে আবাসস্থলে ফিরে যাতে পারে আমরা এখনো পাহারা দিচ্ছি।আমাদের বন বিভাগের কর্মীরা অবস্থান করছে যাতে কারো কোন ধরণের ক্ষতি করতে না পারে। বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি লোকালয়ে হানা দিচ্ছে। হাতিগুলোর ফিরে যাওয়ার পথে যেন কোনো জনমানব বাধাগ্রস্ত হতে না পারে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ