Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

বন্দর থেকে শত কোটি টাকার পৌরকর আদায় করে রেকর্ড গড়ল চসিক

ডা. শাহাদাতের কৃতিত্ব

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) থেকে পৌরকর বাবদ রেকর্ড ১০০ কোটি টাকা আদায় করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

নগর উন্নয়ন ও নাগরিক সেবায় এই অর্থ ব্যয়ের মাধ্যমে চট্টগ্রামবাসী প্রত্যক্ষ সুফল পাবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবকের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মো. ওমর ফারুক এবং চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

অনুষ্ঠানে মেয়র বলেন, নগরবাসীর মৌলিক সেবা-বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা প্রতিবছর ৭০ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়ে থাকি।

দায়িত্ব গ্রহণের পর রাজস্ব আহরণ বাড়ানোর ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছি। বন্দরের সঙ্গে সমন্বয় ও মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বড় অর্জন সম্ভব হয়েছে।

তিনি জানান, প্রাপ্ত অর্থ নগরের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে ব্যবহৃত হবে।

একইসাথে মেয়র ও বন্দর চেয়ারম্যান বন্দরের আশপাশের যোগাযোগব্যবস্থা ও সড়ক সংস্কার নিয়েও আলোচনা করেন।

বন্দরকেন্দ্রিক ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কারের নির্দেশনা দেন মেয়র চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে।

তিনি বলেন, বন্দর সচল রাখতে চসিক সর্বাত্মক সহযোগিতা করবে।

এই ঐতিহাসিক অর্জন মেয়র ডাঃ শাহাদাতের দক্ষ নেতৃত্ব ও চসিকের রাজস্ব ব্যবস্থাপনার একটি মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ