নিজস্ব প্রতিবেদক:
নগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে রাহুল সাহা (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী অর্পিতা (২১) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকার বাসিন্দা। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আহত অর্পিতা এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার রিপন সরকারের মেয়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মফিজুর রহমান জানান, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার বলেন, কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রয়েছে। চালক পলাতক থাকায় আটক করা যায়নি।
সিএসপি/বিআরসি