রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে LGED কর্মসুচীর আওতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের মোহসেন শাহ্ হোসেন নগর সড়কটি ইউনিব্লক দ্বারা করার জন্য পরিকল্পনা করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে।
গত শুক্রবার বিকেলে সড়কটির উন্নয়নের পরিকল্পনা অবলোকন করেছেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াবুল হক প্রকাশ লাতু চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অনিল সরকার,স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ওসমান মেম্বার, সাবেক মেম্বার সুনীল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
সড়কটিতে ইউনিব্লক দ্বারা রাস্তা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করায় স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকার সর্বস্তরের জনসাধারণ।