Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ডুবে গেছে মাছ ধরার বোট

বাঁশখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে বার আউ‌লিয়া পার এলাকায় একটি‌ মাছ ধরার বোট ডুবে গেছে। এ বোটে কর্মরত ২২ মা‌ঝি-মাল্লা অপর এক মাছ ধরার বোটের সহায়তায় কূলে ফিরে এসেছে বলে জানা গেছে।

মাছের বোটটির মালিক বাঁশখালীর শেখেরখীল ইউ‌নিয়নের ১নং ওয়ার্ড এলাকার রেজাউল করিম বহাদ্দার।  ‌

রেজাউল ক‌রিম বহাদ্দারের এক আত্মীয় ব্যবসায়ী সাজ্জাদ জানান, গত ৩/৪‌দিন আগে সাগরে অব‌স্থিত বিশাল আকৃ‌তির কোন বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে মাছের বোট‌টি ডুবে গেলেও বোটে কর্মরত ২২ মা‌ঝি-মাল্লা অপর এক বোটের সহায়তায় গতকাল রোববার কূলে ফিরে এসেছে।

তি‌নি আরও জানান, মালামাল ও বোটসহ প্রায় ৩‌ কো‌টি টাকার ক্ষ‌তির মুখে পড়েছে রেজাউল ক‌রিম বহাদ্দা‌র।

এদিকে গভীর সমুদ্রে হওয়াতে ডুবে যাওয়া বোটের কোনধরনের খোঁজ কিংবা সন্ধান পাওয়ার আশা ছেড়ে দিয়েছে মা‌লিকপক্ষ।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ