Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৪৮ ঘণ্টার ব্যবধানে আরও এক হাতির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে সৈকত বাহাদুর (৩২) নামক পুরুষ (মাখন) হাতির মৃত্যুর ৪৮ ঘণ্টার ব্যবধানে আরও এক স্ত্রী হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতির গোদা নামক স্থানে হাতিটির মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে সৈকত বাহাদুর নামে পুরুষ হাতিটি মারা যায়।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, রংমালা দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। এই হাতিটিকে সার্জারি করা হয়। এরপর থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিল রংমালা।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, বার্ধক্যের কারণে হাতি রংমালা দুই বছর ধরে অসুস্থ ছিল। বুধবার বিকেলে হাতিটি মারা যায়। পার্কে সর্বমোট ৬টি হাতি ছিল। গত দুইদিনে ২টি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে সাফারি পার্কে টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক যমুনাসহ ছোট-বড় ৪টি হাতি রয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। পরে হাতিটি মাঠিতে পুঁতে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকাল সাড়ে ৪টায় সাফারি পার্কের হাতির গোদায় খাদ্যগ্রহণরত অবস্থায় সৈকত বাহাদুর নামের পুরুষ (মাখন) হাতির মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ