সিএসপি ডেস্কঃ
চট্টগ্রাম ওয়াসায় শ্রমিকদের তিনমাসের বকেয়া বেতন প্রদান ও মাস্টাররোল কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা।
রোববার (৩ মার্চ) ওয়াসা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ওয়াসা দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর লোকমান, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, কার্যকরী সভাপতি মো খোরশেদ আলম, সহসভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, মো. এসকান্দর মিয়াসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে চট্টগ্রাম ওয়াসার শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
সিএসপি/বিআরসি