ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়িতে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় ৫ দিনের মধ্যে মারা গেছেন দিনমজুর যুবক মো. সাদ্দাম(৩৫)।
সোমবার (৪ মার্চ) সকালে সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনমজুর যুবক মারা যান। নিহত যুবক কাঞ্চননগর ইউপির ৮নং ওয়ার্ড এর মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের মেঝ ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মাঝরাতে একই ইউপির মানিকপুর গ্রামের ছমুরহাট বাজারের উত্তর পাশে সংসার টিলা নামে খালপাড়ে এ ঘটনা ঘটে।
এঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে গত ৩ মার্চ ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়-২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় নিহত সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। পরে ২৮ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে তার শোরগোল চিৎকারের আওয়াজ শোনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তাকে কে বা কারা মেরে ফেলে রেখেছে।
এব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা সিএসপি নিউজকে বলেন, মারধরের ঘটনায় ৩ মার্চ থানায় মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় যুবক সাদ্দাম মারা গেছে। আমরা এ বিষয়ে কাৃজ করছি।
ওসি আরও বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ধর্ষণসহ মোট ৫টি মামলা বিচারাধীন অবস্থায় আছে।
সিএসপি/বিআরসি