মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে ফেনী নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর জাহেদুল ইসলাম (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহেদুল পূর্ব অলিনগর গ্রামের ফারুক ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে এলাকাবাসী নদীর পাশে লাশটি ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
এরআগে, রোববার রাত ১০টার দিকে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তে রেখার জিরো পয়েন্টের আমলীঘাট এলাকার মেরুকুম নামকস্থানে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন তিনি।
এদিকে, গতকাল সোমবার সকাল ১০টা থেকে জাহেদকে উদ্ধারে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালায়। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় উদ্ধার অভিযানে যোগ দেয় চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে আসা তিন সদস্যের ডুবুরি দল। পরে সেদিন না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে।
জাহিদের চাচা নজরুল ইসলাম বলেন, ‘আমলীঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে প্রায় সময় চোরাই পথে চিনি আসে। সোমবার রাতে আমার ভাইপোসহ আরও অনেকে চিনি আনতে গিয়েছিল। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই চলে আসলেও আমার ছেলে (জাহেদ) আসেনি। সে কানে কম শুনে এবং সাঁতার জানে না। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বেলা সাড়ে ১১টায় ফেনী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
সিএসপি/বিআরসি